গাওদিয়া ইউনিয়নের পরিচিতিঃ
পদ্মা নদীর তীরবর্তী গাওদিয়া ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ। অত্র ইউনিয়নে সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়সহ অসংখ্য জ্ঞানী-গুণীজনের জন্ম ।
ইউনিয়নটি পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় এখানের কৃষি জমি খুবই উর্বর। এখানে ধান, পাট, আলু, ভুট্টা, সরিষা, আখ ইত্যাদি ফসল প্রচুর পরিমানে জন্মায়।
পদ্মা নদীতে রুপালী ইলিশসহ প্রচুর মাছ পাওয়া যায়।
যা জেলেদের জীবিকা নির্বাহ করে থাকে। গাওদিয়া ইউনিয়নের মোট আয়তন-২২.০০ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় ১৮৯৭৯ জন ( আদম শুমারী-২০১১ অনুযায়ী)। এ ইউনিয়নে গ্রাম রয়েছে মোট ১৪টি, কিন্তু পদ্মা নদীতে ২টি গ্রাম ভেঙ্গে গেছে। প্রাথমিক বিদ্যালয় আছে-১০টি, মাধ্যমিক বিদ্যালয় আছে-০১টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে- ০১টি, বাজার রয়েছে-০৫টি, হাসপাতাল আছে-০৪টি, খেয়াঘাট রয়েছে-০৩টি, আশ্রয়কেন্দ্র রয়েছে-০২টি, মসজিদ রয়েছে-৩৫টি এবং মাদ্রাসা রয়েছে-০৩টি।
শামুরবাড়ী গ্রামের দৃষ্টিনন্দন হাসপাতাল ও পদ্মা নদীর তীর ও ঘোলতলী গ্রামের "The Slow Garden" পর্যটন কেন্দ্র উল্লেখযোগ্য।
অত্র ইউনিয়নের সকল জনগণ অত্যন্ত সুশীল ও মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস