Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনুছ খান মাহমুদা খানম মেমোরিয়াল হেলথ কমপ্লেক্সস

 

প্রতিষ্ঠাকাল

১ জানুয়ারী ২০১১খ্রি.

প্রতিষ্ঠার উদ্দেশ্য

মুন্সীগঞ্জ জেলাধীন লেৌহজং উপজেলার অন্তর্গত শামুরবাড়ী গ্রামের জনাব ফরিদুর রহমান খান সাহেব তার জান্নাতবাসী পিতা: মরহুম মো: ইউনুছ খান এবং মাতা: মরহুমা মাহমুদা খানম এর নামানুসারে এবং গরীব-দু:খী এবং অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে হেলথ কমপ্লেক্যটি প্রতিষ্ঠা করেন।

এক নজরে আমাদের সেবাসমূহ:

মঙ্গলবার থেকে রবিবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত স্লিট ল্যাম্প, আই স্ক্যনার এবং কম্পিউটারের সাহায্যে বিনামূল্যে চোখের যাবতীয় রোগের চিকিৎসা করা হয়।

প্রতি শুক্রবার ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চোখের ছানি অপারেশন এবং কৃত্রিম লেন্স সংযোজন করা হয়।

শুক্রবার ঢাকা থেকে আগত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকাল ৯টা  থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখা হয়।

প্রতি মঙ্গলবার ঢাকা থেকে আগত অর্থো এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং প্রতিবুধবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখা হয়।

নোট: আউট ডোরে রোগী দেখার টিকেট মূল্য মাত্র ২০ টাকা এবং ছানি অপারেশনের রেজি্স্ট্রেশন মূল্য মাত্র ২০০ টাকা।

ওয়ার্ড-১০ শয্যা বিশিষ্ট পুরুষ এবং মহিলাদের জন্য রয়েছে আলাদা ১৫ শয্যার সুসজ্জিত ও সুপরিচ্ছন্ন মহিলা ওয়ার্ড।

অপারেশন থিয়েটারঃ অপারেটিং মাইক্রোস্কোপসহ রয়েছে একটি সুসজ্জিত শীতাতপ নিয়ন্ত্রিত অপারেশন থিয়েটার।

ল্যাব্রেটরীঃ ই,সি,জি, আল্ট্রাসনগ্রাম,অটমেটিক বায়োক্যামিস্ট্রী সহ রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব;যেখানে অত্যন্ত স্বল্পমূল্যে যাবতীয় রোগের পরীক্ষা নিরীক্ষা করা হয়।

বিনামূল্যে ঔষধঃ

অসহায়,দরিদ্র ও যাকাতপ্রাপ্ত রোগীদের জন্য রয়েছে বিনামূল্যে ঔষধ বিতরনের ব্যবস্থা।

যোগাযোগঃ ০১৯৬২৫৪৫৩২২